...
গরুচোর বলে তারে
ক'রো নাকো তুচ্ছ !
নিন্দুকে অকারণে
রটাচ্ছে কুচ্ছো ।
গরু ছাড়া আর কিছু
করে না তো চুরি সে !
তাও তো করেছে চুরি
মোটে গোটা-কুড়ি সে ।
একদিন কি কাণ্ড
হয়েছিল শোনো ভাই,
আমাদের বাড়ি থেকে
নিয়ে গেল দুটো গাই !
কিন্তু হলে কি হবে,
দেখি রাত পোহালে,
দুধ দু'য়ে হাঁড়ি ভ'রে
রেখে গেছে গোহালে !
সেই কথা ভেবে, আহা,
আজো হই মুগ্ধ,
ধনেপ্রাণে না মেরে সে
রেখে গেল দুগ্ধ !
নিন্দুকে তবু বলে,
"ব্যাটা মহা শয়তান !
অভিধান-মতে এটা
গরু মেরে জুতোদান !"
...
Nice Article sir, Keep Going on... I am really impressed by read this. Thanks for sharing with us. Bangladesh National Flag Images.
ReplyDeleteNice article post !!! For various historical Indian events Click Here For Visit this Site thanks ....
ReplyDelete