Friday, August 20, 2010

রঙদার / আবদার রশীদ

...
সাদা, কালো, লাল রঙ
          বিশেষণে ভরা,--
হলুদ, সবুজ, নীল,
          তাই মনমরা ।

কালোর বুঝিনা বাপু
          এত সখ কিসে,--
কভু হবে 'কুচকুচে'
          কভু 'মিশমিশে' ।

'টুকটুকে' হয়ে শুধু
          লাল নয় শান্ত,
'টকটকে' হতে হবে
          নইলে প্রাণান্ত ।


'ফকফকে' পেলে সাদা
          চায় 'ধবধবে'।--
আরো যত রঙ আছে
          তাদের কি হবে ?

'নিশপিশে নীল' যদি
          বলে ফেলে কেউ
তাহলেই তার পিছে
          লেগে যাবে ফেউ ।

সবুজকে দেবে নাকো
          হতে 'খুজবুজে'
'হলহলে হলুদে'ও
          দোষ পাবে খুঁজে !

বিশেষণে এ বিশেষ
          পক্ষপাতিত্ব,
দেখেশুনে মাঝে মাঝে
          জ্বলে যায় পিত্ত !
...

No comments:

Post a Comment