Friday, August 20, 2010

অ্যালার্জি / আবদার রশীদ

...
কক্ষনো নয়, কক্ষনো নয় !
মোটেই আমি পাইনাকো ভয়
             রাতের বেলা একলা শুয়ে ঘরে ।
যখন শুধু নিভলে বাতি
কাঁপিয়ে আসে আঁধার রাতি
             গা'টা যেন কেমন কেমন করে !
হঠাৎ কারা খাটের পাশে
ফিসফিসিয়ে বিশ্রী হাসে,
             হাওয়ার মতো খসখসিয়ে হাঁটে !
কড়কড়িয়ে দেওয়াল জুড়ে
ক্যালেন্ডারের পাতার সুরে
             করাত দিয়ে কেউ যেন কী কাটে !

কেউ যেন ভাই টিটকিরি দেয়,
কেউ বা মাথার তেল চেটে নেয়
             টিকটিকি আর তেলাপোকার মতো ।
বাইরে গাছে ঠিক তখুনি
'ভুতুম ভুতুম' আওয়াজ শুনি,-
             ধেৎতেরিকা, ভাল্লাগে না যতো----।
ক্যানরে বাপু ! অন্ধকারে
উচ্চিংড়ের চিড়িৎকারে
             কার না গায়ে কদম-রোঁয়া ফোটে ?
সত্যি কথা, বিশ্বাস কর
আমার করে বুক ধড়ফড়
             অ্যালার্জিতে ! ভ-ভয়ে নয় মোটে !
...

No comments:

Post a Comment