Friday, June 4, 2010

আজব ফল / সুকুমার বড়ুয়া

...
হৈ হৈ কাণ্ড ! রৈ রৈ 'বেয়াপার'
কেউ ধরে মেল ট্রেন কেউ হয় খেয়াপার
ছুটে আসে দলে দলে করে দম বন্ধ,
কাল চিল পেল যেন মাংসের গন্ধ।
মাছে ভরা বিলে যেন ছোটে বক পক্ষী
ঝোলা গুড় দেখে যেন ছুটে আসে মক্ষী,
তেমনি সে লোকগুলো প্রাণপণ ছুটছে
শহরের উঁচু এক দালানেতে জুটছে।

দেখে শুনে বোঝা যায় কথা নয় মন্ধ
সবাই পেয়েছে এক মজাদার গন্ধ--
গন্ধটা ছড়িয়েছে দুর্লভ ফল সে
শুনে কান ধন্য ও দেখে চোখ ঝলসে,
জনতার ভিড় ঠেলে সে ফল যে ধরবে
দুনিয়ার সুখ যত সে-ই ভোগ করবে,
দশ বিশ ত্রিশ করে ওঠে লোক হাজারে
দালানের চত্বর রূপ নিল বাজারে !
পোড়ে কত কাঠখড় কেরোসিন লাকড়ি
পাবে বলে সেই ফল, নাম যার 'চাকরি'।
...

No comments:

Post a Comment