Friday, June 4, 2010

ওলট-পালট / সুকুমার বড়ুয়া

...
সে-দিন কি আর আছে রে ভাই
সে-দিন কি আর আছে ?
জ্যান্ত মানুষ গায়েব করে
লাশগুলো সব নাচে।

ওষুধ খেলে অসুখ বাড়ে
পরিশ্রমে ভাগ্য ছাড়ে
শুকনো পাতা ব্যাঙ্কে বোঝাই
টাকার প্যাকেট গাছে।

সেদিন কি আর আছে রে ভাই
সেদিন কি আর আছে ?
মামার জোরে পাহাড় ওড়ে
চাপার জোরে বাঁচে।

গরম টাকা পড়লে হাতে
সূর্য ওঠায় দুপুর রাতে
গরিব দেখে চক্ষু রাঙায়
হাটের পচা মাছে
সে-দিন কি আর আছে ?
...

No comments:

Post a Comment