Friday, June 4, 2010

চিন্তা নিয়ে ভাবনা / সুকুমার বড়ুয়া

...
চোখেও দেখা, হাতেও ধরা যায় না কোনো দিন তা,
কেমন করে মাথায় ঢোকে এত রকম চিন্তা ?
কোথায় তাদের চাষ হল বা কোথায় যে উৎপত্তি
খবরটুকু কেউ কোনো দিন পায় নিকো এক রত্তি।
মাথার ভেতর ঢুকেই সে যে জড়িয়ে ধরে মনকে
মিথ্যা এবং ভুলের পথে নেয় সে কত জনকে।
চিন্তা কারুর মাথায় ঢুকে দেয় ফিরিয়ে ভাগ্য,
ঘর ছেড়ে কেউ বাইরে এসে লাভ করে বৈরাগ্য।
চিন্তা কারুর ভালোই করে--কারুর করে মন্দ,
কেউ হয়ে যায় পাগল--কারুর চোখ থেকেও অন্ধ।
মাথায় কারুর টাক পড়ে আর কেশ যে 'অকালপক্ক'
হাটবাজারে পথে-ঘাটে দেখবে কত লক্ষ।

এসব দেখে চিন্তাবিদে ভাবেন হয়ে মত্ত
চিন্তা করে লেখেন পুঁথি--শেখেন মনস্তত্ত্ব।
নানান যুগে চলতে থাকে নানান রকম চিন্তা,
জোড়াতালি পড়ে পড়ে বাড়ছে প্রতিদিন তা।
চিন্তার যে কেরামতি দেখাই কত যুক্তি
চিন্তা থেকে কেউ কখনো পায় না তো আর মুক্তি।
অসীম আকাশ, অকূল সাগর, আজ মানুষের বাধ্য,
চিন্তাসাগর পাড়ি দেবার নেই যে কারুর সাধ্য।
...

No comments:

Post a Comment