Saturday, May 22, 2010

একটি পাখির পট আঁকার জন্যে / জাক প্রেভ্যাখ

...
প্রথমে আঁকতে হবে একটি খাঁচা
একটি খোলা দরজা থাকবে ওতে
তারপর আঁকতে হবে
সুন্দর কিছু
সাধারণ কিছু
দরকারী কিছু
পাখির জন্যে
এরপর ক্যানভাসটি রাখতে হবে একটা গাছের গায়ে হেলান দিয়ে
কোন বাগানে
কোন বনে
অথবা কোন অরণ্যে
লুকিয়ে থাকতে হবে গাছের পেছনে
কিচ্ছুটি না বলে
একদম নড়াচড়া না করে
কখনও পাখি তাড়াতাড়িই চলে আসে
কিন্তু কখনও আবার সময় নিতে পারে বছরের পর বছর

সিদ্ধান্ত নিতে
হতাশ হতে নেই
অপেক্ষা করতে হয়
দরকার হলে বছরের পর বছর
এই তাড়াতাড়ি বা দেরী করে আসার সঙ্গে
কোন সম্পর্ক নেই
ছবিটির সাফল্যের
যখন পাখিটি আসে
যদি আসে
পালন করতে হবে সুগভীর নীরবতা
অপেক্ষা করতে হবে, পাখিটি যেন খাঁচায় গিয়ে ঢোকে
এবং যখনি ঢুকে যাবে
দরজাটি আস্তে বন্ধ করতে হবে তুলি দিয়ে
তারপর
এক এক করে মুছে দিতে হবে খাঁচার সবকটি শিক
খুব সাবধানে একটি পালকও না ছুঁয়ে পাখিটির
এরপর আঁকতে হবে গাছটির ছবি
তার সবচে' সুন্দর ডালটি বেছে নিয়ে
পাখির জন্যে
আঁকতে হবে সবুজ পাতার রাশি আর বাতাসে ফুরফুরে ভাব
সূর্যের ধূলিকণা
আর গ্রীষ্মের দারুণ গরমে ঘেসো প্রাণীদের ডাক
এবং এরপর অপেক্ষা কখন পাখিটির গানের মর্জি হয়
যদি পাখি গান না ধরে
এটা কুলক্ষণ
পটটি ভালো হয়নি তারই পূর্বাভাস
কিন্তু সে যদি গেয়ে ওঠে সেটা সুলক্ষণ
আপনার নাম সই করতে পারেন এখন তারই সংকেত
সুতরাং আপনি আস্তে টান দিয়ে খুলে নিন
পাখিটির অনেকগুলো পালকের একটি
এবং পটের এক কোণে লিখে দিন আপনার নামটি।
...
অনুবাদ: শিশির ভট্টাচার্য

No comments:

Post a Comment