Saturday, May 22, 2010

কথোপকথন-১১ / পূর্ণেন্দু পত্রী

...
--তুমি আজকাল বড় সিগারেট খাচ্ছ শুভঙ্কর।
--এখনি ছুঁড়ে ফেলে দিচ্ছি।
কিন্তু তার বদলে ?
--বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো ?
--খেয়েছি।
লোকে বলেছিল ভানুমতীর খেল দেখালে
আপনারা নাকি সোনার মেডেল দেন।
নিজের করাতে নিজেকে দুখান করে
আবার জুড়ে দেখালুম,
আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে
আপনাদের ভেজে খাওয়ালুম গরম ওমলেট,
বাঁজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর।
সোনার ম্যাডেল দিবেন না ?
বাবুমশাইরা,
সেই ল্যাংটোবেলা থেকে বড় শখ
ঘরে ফিরবো বুকে সোনার ম্যাডেল টাঙিয়ে।
আর বৌ-বাচ্চাদের মুখে
ফাটা কার্পাসতুলোর হাসি ফুটিয়ে বলবো-
দেখিস ! আমি মারা গেলে
আমার গা থেকে গজাবে
চন্দন-গন্ধের বন।
সোনার ম্যাডেল দিবেন নি ?
...

No comments:

Post a Comment