Saturday, May 22, 2010

কথাবার্তা / প্রমোদ বসু

...
হু আর ইউ ?
'ইংরেজি জানি না যে, ভেউ-ভেউ-ভেউ...'

ডোন্ট ক্রাই প্লীজ--
'শী যে ছাই বলছেন হিজিবিজবিজ্-'

মাই বয়, আই ডোন্ট লাইক এ ফুল।
'আমিও যে চোখে দেখি সরষের ফুল !'

ডোন্ট গেট নার্ভাস, লিশন্ টু মি--
'কী সাহসে আমাকে যে বলছেন 'তুমি' !'

ইয়েস ! আই অলওয়েজ লিশন্ টু ইউ।
'আমাকে বাঁচান দাদা, ভেউ-ভেউ-ভেউ...'

মাই গড ! ও ডিয়ার, ডোন্ট ক্রাই প্লীজ।
'এইবার বুঝেছি যে আপনি কী চিজ !'

অফকোর্স। ইউ আর হাংরি এনাফ।
'দয়া করে ছেড়ে দিন- এই চাই মাফ।'

হাউ ফুল ইউ আর ! আই অ্যাম সরি।
'সরতে আমিও চাই। আজ কেটে পড়ি।'
...

No comments:

Post a Comment