Thursday, May 27, 2010

যান বা হন / কৃষ্ণদয়াল বসু

...
ছুটি পেয়ে নুটুবাবু খুশি হয়ে কাশী যান,
সাথে বুড়ি শ্বাশুড়ির মেজো মা'র মাসি যান;
পাড়ার কুঁদুলে বুড়ি এলোকেশে দাসী যান;
হীরু জ্যাঠা, নীলু খুড়ো, ছিরু পাকড়াশী যান।

সাত মেয়ে সাথে এক থুথথুরি বুড়ি যান;
খোঁড়া জগু, ন্যাড়া শিবু, ট্যারা সেজো-খুড়ি যান;
কালা নুলো রাতকানা নকুল ভাদুড়ী যান;
হাবাগোবা জবুথবু মোট জনকুড়ি যান।

নুটুতো ব্যাপার দেখে রীতিমতো ক্ষেপে যান;--
যাত্রীরা সকলেই তাঁরি ঘাড়ে চেপে যান।
হাওড়ায় যেতে সবে ঠেলাগাড়ি চড়ে যান;
হুড়মুড় করে শেষে ফুটপাতে পড়ে যান।

হাউমাউ রবে তাঁরা কেঁদে ধরাশায়ী হন,
শ্বাশুড়ির মেজো-জা'র মাসি রেগে কাঁই হন।
বাহন শ্রীনুটু রায় দোষী হ'ন না-ই হন,
এই দুর্ঘটনায় তবু তিনি দায়ী হন।

কেঁদে কেটে বুড়োবুড়ি যেন খোকাখুকি হন;
এলোকেশী এলোকেশে এসে মারমুখী হন।
হাসি চেপে নটবর মুখে দুখে-দুখী হন;--
মাফ চেয়ে কোনমতে হাঁফ ছেড়ে সুখী হন।

এইভাবে নুটুরায় সঙ্কটে পার হন;--
সেই দিনই পুনরায় বাড়ি থেকে বা'র হন;
এইবার যাঁর সাথে গিয়ে কাশীবাসী হন,
তিনি তাঁর দিদিমার সইমার মাসি হন।
...

No comments:

Post a Comment