Saturday, May 22, 2010

দীপ্তি / সাযযাদ কাদির

...
দীপ্তি, আমার স্বপ্ন কোনও স্বপ্ন ছিল না-
              ছিল নিদ্রার ব্যাঘাত মাত্র।
দীপ্তি, আমার প্রেমও হৃদয়ঘটিত কিছু ছিল না-
              ছিল শতকরা দু'-তিন শ' ভাগ পাগলামি।

দীপ্তি, আমার কান্না যেমন ছিল
              এক প্রকার চোখের অসুবিধা
              তেমন আমার ওই মরে যাওয়াটাও হবে
              দু'চোক বুজে মটকা মেরে
              পড়ে থাকার মতো একটা ব্যাপার।

দীপ্তি, মানুষ দুর্বিপাকে দরিদ্র হয়ে পড়ে,
              কিন্তু দরিদ্র কখনও মানুষ হতে পারে না।
              তাই সে স্বপ্ন দেখে না,
              প্রেম জানে না,
              তার মরে যাওয়াটাও শেষ পর্যন্ত কোনও যাওয়া নয়।
...

No comments:

Post a Comment