Friday, May 21, 2010

হে উর্বর শরীর মাংসাশী / আবুল হাসান

...
তোমার বাঁশির ফুঁয়ে পরান্মুখ: গন্ধহীন পরস্পরে যাই
পিছনে আমার পড়ে থাক নিবাস অতল বৃক্ষ মহামতী
সারি সারি বিনাশী বান্ধব, যাই মাছের সবুজ নীড় ছেড়ে
যতদূর পারি, নীল স্নায়ুর ভেতর শো' শো' তরল জাহাজে চ'ড়ে
হে শরীর, সৃজন অনাদি।

এবার বিদায় তবে বিপরীতে, অভিভূত চাষা, শুধু আমার সত্তা, স্বপ্ন
গন্ধের বিভায় থাক নারী পুরুষের মতো অরণ্যে শুয়ে এই উপদ্রবহীনে,
              অক্ষত !
বিদায় নেবোই, তবু সাঁঝবেলা, হে উর্বর শরীর মাংসাশী
জীর্ণানী আমাকে আর কতোকাল মৎসে ভুলাবে ?
...

No comments:

Post a Comment