Friday, May 21, 2010

মাতৃভাষা / মুহম্মদ নূরুল হুদা

...
মানুষেরা নদী নয়, মানুষের বুকে তবু নদীর পিপাসা

গাঙেয় পিপাসা নিয়ে বায়ান্নোর যে যুব-শোণিত
দ্রাবিড় ব-দ্বীপ জুড়ে হয়ে গেলো মানবিক নদী
তাদের পলিতে দেখো গড়ে ওঠে অনার্য স্বদেশ
অনন্ত ঝর্ণার মতো বুকে তার সবুজ মানুষ;

নদীর শব্দের সাথে জেগে থাকে মানুষের প্রিয় মাতৃভাষা
                 মাতৃভাষা, মাতৃভাষা।।
...

No comments:

Post a Comment