Saturday, May 22, 2010

তুমি আনন্দ করো / ব্রত চক্রবর্তী

...
তোমার বিরহ আমাকে দাও;
তুমি আনন্দ করো।

তোমার দুঃখগুলি আমাকে দাও;
তুমি আনন্দ করো।

তোমার ভুলগুলি এসে বিঁধুক আমাকে;
তুমি আনন্দ করো।

তোমার বিষাদ এসে ফালা ফালা করুক আমাকে;
তুমি আনন্দ করো।

তোমার পথশ্রম, জীবন জীবন ভার
আমি সইতে বইতে পারবো।
দাও আমাকেই।
তুমি আনন্দ করো।

তোমার যাবতীয় ভুল, ক্ষোভ, ভুল বুঝাবুঝি
আমার নামেই রেখে দাও।
তুমি আনন্দ করো।

যেখানে আকাশ নেই, যেখানে যখন,
ওড়াগুলি থেমে-থাকা মূহ্যমান,
আমি ডানা দিতে রাজী আমার নিজের।
তুমি আনন্দ করো।

বড়ো লোভ ছিল মুকুটের,
আজ নেই;
আজ এই মুকুট নামালাম
ভালবাসলাম ব'লে।
ভালবেসে যা পাবো তা পাবো।
তুমি আনন্দ করো।
...

No comments:

Post a Comment