Thursday, May 27, 2010

একটি সন্ধ্যা / অশোকবিজয় রাহা

...
বেতারে কার সেতার বাজে, বাঙলা খবর শেষ
শুনে শুনে পথ দিয়ে যাই, মনে সুরের রেশ,
মফস্বলের শহরতলি খানিকটা বন-ঘেঁষা,
ঝোপে ঝাড়ে সন্ধ্যা নামে বুনো গন্ধে মেশা,
বাঁকের মোড়েই হঠাৎ আসে রাঙা মাটির টিলা
ওর পিছনে উঁকি মারে পাহাড়টা একশিলা,
শেয়াল-ডাকা রাত্রি আসে যেই আসি ওর কাছে,
বাদুড়গুলা ঝাপটা মারে কাক-ডুমুরের গাছে,
মাথার উপর ডাকল পেঁচা, চমকে উঠি-আরে !
আধখানা চাঁদ আটকে আছে টেলিগ্রাফের তারে !
...

No comments:

Post a Comment