Saturday, May 22, 2010

নীলার স্বপ্নচুরি / সৈয়দ রেজাউর রহমান

...
কখনো কখনো মনে হয়
নীলার স্বপ্নগুলো ছোঁ মেরে নিয়ে যেতে
কারণ ওর স্বপ্নে রয়েছে শঠতা, আছে সংকীর্ণতা।
ওর স্বপ্ন জুড়ে আছে পঙ্কিলতা।
নীলা বাস্তবের মুখোমুখি দাঁড়াতে বড্ড ভয় পায়
ও ভীরু নিভৃতচারিণী।
শুধু একপেশে সুখময়তা যেনো ছেয়ে আছে
তাই আমি ওর স্বপ্নগুলো চুরি করতে চাই।
ওর স্বপ্নের ভাণ্ডার কত দিনে শেষ হবে জানিনা
শুধু জানি স্বপ্ন খোয়া গেলে ও তিলে তিলে নিঃশেষ হবে।

নীলা জানেনা, ভালবাসতে হলে শুধু পরিকল্পনা নয়
কখনো কখনো কল্পনা বাস্তবে ধরা দেয়
ভালবাসতে হলে চোখের ভাষা বুঝতে হয়
ভালবাসতে হলে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হয়
ভালবাসতে হলে নিজেকে তৈরি করতে হয়
ভালবাসার মানুষের মুখোমুখি দাঁড়াতে হয়।
ভালবাসা মানে বিনম্র প্রকাশ, অসীম সাহস
ভালবাসা মানে মনবীণায় সুর তোলা,
হৃদয় সাগরে ঢেউ তোলা
ভালবাসা মানে সুখানুভূতি,
এক বুক আশা।
ভালবাসা মানে একান্ত মনের প্রতি অবিচল আস্থা।
ভালবাসার এই কথকতা
নীলা জানে কিনা জানিনা।
ও শুধু জানে স্বপ্নে বিভোর থাকতে
ওর স্বপ্নগুলো চুরি করলে হয়তো নীলা চেতনা ফিরে পাবে
খুঁজবে ভালবাসা
আর তাই আমি ওর স্বপ্নগুলো চুরি করতে চাই।
...

No comments:

Post a Comment