Monday, May 17, 2010

চাঁদ / বেগম রোকেয়া

...
নিষ্ঠুর নিদয় শশী             সুদূর গগনে বসি,
কি দেখিছ ? জগতের হিংসা পাপরাশি ?
মোরে দেখে পায় তব হাসি ?

যখন তাপিত প্রাণে           চাহি তব মুখ পানে,
তোমার এ হাসি দেখে হিংসা হয় চিতে।
-আমি কেন পারি না হাসিতে ?

জগতের দুঃখ-ভয়           তোমাদের সঙ্গী নয়,
পাপ-তাপ তোমাদের কাছে নাহি যায়
-তারা কেন আমারে কাঁদায় ?

তুমি নীলিমার দেশে         যথা ইচ্ছা যাও ভেসে,
অনন্ত আকাশে যেন তোমারি আলয় !
-আমি কেন পাই না আশ্রয় ?
...

No comments:

Post a Comment