Friday, November 20, 2009

ঝড় / মৈত্রেয়ী দেবী

...

ওমা, সেদিন হাটের ধারে, মাঠের ধারে-
করতে গেছি খেলা
-দুপুরবেলা,
এমন সময়, এলোমেলো
কোথা থেকে বাতাস এলো!
হঠাৎ থেকে থেকে
অন্ধকারে সমস্ত দিক কেমন ছিল ঢেকে।
বল্লে ওরা, ছুটে পালাই ঘর
    ওই এসেছে ঝড়।

আমার যেন লাগলো ভারী ভালো-
চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো।
কালো হ’ল বকুলতলা,
    কালো চাঁপার বন,
    কালো জলে দিয়ে পাড়ি
    আসলো মাঝি তাড়াতাড়ি,
    কেমন জানি করল আমার মন।

-ঝড় কারে মা কয়?
আমার মনে হয়,-
    কাদের যেন ছেলে,
কালির দোয়াত কেমন করে’ হঠাৎ দিল ফেলে,
যেমন করে’ কালি-
আমি তোমার মেঝের উপর ঢালি।
হাসল কোমল ঠোঁটটি মেলে
ভীষণ কেমন আগুন জ্বেলে
আকাশ বারে বারে,
আবার বুঝি ঘুরে ঘুরে
পালিয়ে গেল অনেক দূরে
সাত সাগরের পারে।
...

No comments:

Post a Comment