...
'আকাশ' লিখতে চন্দ্রবিন্দু বসিয়ে দিলে 'আ'-এর মাথায়-
লিখলে 'আঁকাশ'।
বললে হেসে, 'আজ আঁকাশে চাঁদ উঠেছে।'
এই যে তুমি শব্দাকাশে চাঁদ ওঠালে,
এ চাঁদ কেবল বাঙলা ভাষায় উঠতে পারে।
অন্য ভাষায় এই ঘটনা অনিবর্চন।
তুমিই বলো, তর্জমা হয় এই কবিতার ?
বাঙলা ছাড়া কোন ভাষাতে চন্দ্রবিন্দু হয় বা আছে ?
'আকাশ' লিখতে এখন থেকে বিন্দুসমেত চন্দ্র দেব।
শব্দাকাশে উঠুক না চাঁদ।
এখন থেকে 'আকাশ' ভুলে 'আঁকাশ' লিখব তোমার জন্য।
...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment