...
লিলি গাঙ্গুলি পাখি নয়
তাই তার গান শুনতে পেয়েছিলাম খুব কাছাকাছি থেকে।
পাখিরা শোনায় গান দূর থেকে
আর অবণ্যে সে আমাকে শুনিয়েছিল গান পাশাপাশি হেঁটে
পাতার জড়তা ভাঙতে ভাঙতে পাখির স্বভাবে।
তার নখ নিখুঁত রক্তিম
তাজা কোনো শালিকের রক্ত দিয়ে মাখা
পোষা কোনো টিয়ের মত তার পায়ে বাঁধা ছিল রূপোর নুপূর।
লিলি গাঙ্গুলি পাখি নয়
পাখিদের পালক থাকে
লিলির শরীর ছিল পালকের মতো নরম
চিন্তায় চর্চায় যত্ন দিয়ে গড়া।
সে খুব ভোরে উঠে গলা সাধে
পাখিরা এমন নয়
আকৃষ্ট করার মত কেউ না থাকলেও নিজস্ব মৌসুমকে তারা
গান শুনিয়ে চলে যায়।
লিলি গাঙ্গুলি সত্যিই পাখি নয়
কিন্তু এই কবিতার স্বার্থে যদি আমি
আমার মন এবং স্মৃতিকে একটা সোনার পিঞ্জর ভাবি
সেখানে লিলি গাঙ্গুলি মধ্যরাতে, উদাস দুপুরে
ডানা ঝাপটায়
শুধু ডানা ঝাপটায়।
...
Monday, November 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment