...
বৃক্ষের কোনো মূল্য নেব না আমি
ঘরবাড়ি মাটি ঘটিবাটি স্বপ্ন সবকিছু নিলামে ওঠাও
তবু বৃক্ষের জন্য কোনো চাইব না দাম
আদিবাসী মানুষের মতো মাটি কামড়ে পড়ে থাক বৃক্ষ সকল
বৃক্ষের প্রযত্নেই আমি ঠিকানা বলব উদ্বাস্তু দিনে;
ওই যে। ওই যে গাছ দেখা যায় ওখানে আমার বাড়ি
আমার ভাইয়েরা এখনো ওখানে থাকে
ওই মাটির দাবিতে আমি ফিরে এসে ডাক দেবো বৃক্ষকে আবার;
আমি এসেছিরে ভাই
আমিও তোর মতো এ বাড়ির লোক
বৃক্ষরা থাক- বৃক্ষেরা বড়ো হোক এ মাটির কোলে
মাটি বেচে দিলেও বৃক্ষের মালিকানা রইলো আমার
...
২০০১.০৩.০৯
Sunday, November 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment