...
বাহ, তোমাদের ফিগার তো ভালো !
হেঁটে আসছো, ভেসে আসছো, দুলে উঠছো
বিপজ্জনক সব বাঁক থেকে ঠিকরে পড়ছে আলো।
বেশ তো ভ্রূ-তীর জানো মেয়ে, বিদ্যুতে দুফালি হয় মেঘ
এই তথ্য কখন জেনেছো ? ভালো,
জেনেছো বলেই না আজ রাতে বজ্রপাতের আগে
নিঃশব্দে আগুন চমকালো।
সুরের মূর্ছনা থেকে আছড়ে পড়ছে ঢেউ
ঢেউ মানে সমুদ্র-আবহ
খুবই অর্থবহ এই জল, স্রোত ভেঙে ছুটে আসছে কেউ
জেগে ওঠা নগ্ন জলপরী ?
দেখো দেখো, ধসে পড়ছে সমুদ্র-সংলগ্ন বালিয়াড়ি।
খুব তো দেখালে বাহু, স্তনগুচ্ছ, নিতম্ব বা নাভি
পায়ের গোড়ালি থেকে ছন্দময় মরালির গ্রীবা
ভালো; তবে আর কিছু নেই ? এই ধরো মন-টন
অনুভূতি, রক্ত, প্রেম, ক্রোধ বা দহন ?
শরীরের নিচে সব আছে তো ঠিকঠাক ?
সময় গড়িয়ে যাচ্ছে, ওইসব দেখাবে কখন ?
...
Monday, November 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment