Friday, November 20, 2009

বর্ষাকালের চিঠি / মনোরঞ্জন পুরকাইত

...

লিখছি চিঠি বর্ষাকালের
        কালকে দেব ডাকে
সঙ্গে যাবে মেঘের সারি
        পেরিয়ে সবুজটাকে।
থামবে চিঠি উঠোন মাঝে
        বন্ধু যেথায় থাকে
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
        গাছ-গাছালির ফাঁকে।

লিখছি তাকে কাটছে কেমন
        বর্ষাকালের বেলা
দেখছো বুঝি বনময়ূরীর
        খুশির পেখম মেলা।
কাটছে জানি বৃষ্টি দেখে
        পাতায় পাতায় মাঠে
অঙ্ক ভূগোল ইংরাজীতে
        আমার সময় কাটে।
ইচ্ছে হলেও ভিজতে মানা
        মায়ের খিটিমিটি
তাইতো লিখি বন্ধুকে আজ
        বর্ষাকালের চিঠি।
...

No comments:

Post a Comment