Friday, November 20, 2009

বাংলাদেশ / মুক্তিহরণ সরকার

...

একটা যদি ছবি আঁকি এমন
    যেমন-    ছোট্ট নদী গাঁয়ের কোলে মেশে
            নৌকোগুলো যাচ্ছে কোথাও ভেসে
            গাঙচিলেরা পড়ছে যেন ঝুঁকে
            ও-পারেতে বন-বনানীর বুকে
    যেন,        এমনিতরো স্নিগ্ধ পরিবেশ
        তোমরা তখন বলবে জানি এ-তো বাংলাদেশ।

        একটা যদি ছবি আঁকি এমন
যেমন-     চারদিকে শষ্য-শ্যামল মাঠ,
        মাঠের পাশে নদীর খেয়াঘাট।
                আকাশ পারে যায় ভেসে মেঘ রাশি
        বটের ছায়ায় রাখাল বাজায় বাঁশি।
যেন-        শেষ হয়নি তার সে গানের রেশ;
        তোমরা তখন বলবে জানি এ-তো বাংলাদেশ।

        একটা যদি ছবি আঁকি এমন
যেমন-     কলসী কাঁখে মেয়েরা যায় ঘাটে,
        সূর্যটা ওই যাচ্ছে ডুবে পাটে,
        সেই ছবিতে হয়তো আরো আঁকি
        দিনের শেষে ফিরছে ঘরে পাখি,
যেন-        বেলা শেষের গান হয়নি শেষ;
        তোমরা তখন বলবে জানি এ-তো বাংলাদেশ।
...

No comments:

Post a Comment