...
স্বাধীনতা জিনিসটা অন্যরকম
একেক পরিপ্রেক্ষিতে একেক বিষয়কেন্দ্রে
একেক পরিস্থিতিতে একেক চাহিদাক্ষেত্রে
স্বাধীনতার একেক চেহারা
আজ যা তোমার স্বাধীনতা
একই সাথে অন্যের ক্ষেত্রে বিপরীত
আবার
সহসাই এটির চিত্র ও ভঙ্গি পাল্টে যায়
নদীর স্বাধীনতা
কখনো উৎসে কখনো মোহনায়
কখনো কেবলি তার আকুল যাত্রার স্রোতে
মানুষের স্বাধীনতা
প্রতিদিন একই অবস্থানে থাকে
মানুষ কখনো স্বাধীনতার নিকটবর্তী হয়
আবার কখনো দূরে সরে যায়
...
Sunday, November 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment