...
চাঁদের কপালে চাঁদ টিপ দিতে এলে
আমি যদি ধরি তারে দুই হাত মেলে
ঘরে নিয়ে রেখে দেই কাঁথা চাপা দিয়ে
পুলিশের লোক এসে যাবেই কি নিয়ে ?
চাঁদের কপালে চাঁদ টিপ দিতে এলে
আমি যদি ধরে তারে নিয়ে যাই জেলে
আকাশের দূত এসে হাত জোড় করে
বলবে কি, ‘ছেড়ে দিন এইবার ওরে।’
চাঁদের কপালে চাঁদ টিপ দিতে এলে
খপ করে হাত তাঁর ধরবোই ফেলে।
বাটি ভরা দুধ-কলা দেবো তারে খেতে
আসমানে ফিরে আর চাইবে না যেতে।
চাঁদের কপালে চাঁদ দেয় নাতো টিপ
এতো করে ডাকো তারে সাঁঝে জ্বেলে দীপ !
বাগে পেলে শুধাতাম চুল ধরে তার
‘নেবে বলো সাজা কোন্- বন্দী এবার ?
...
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment