Monday, November 23, 2009

কৃষ্ণপক্ষে / বিশ্বজিৎ চৌধুরী

...

কৃষ্ণপক্ষের খুব গাঢ় কোন রাতে, আফ্রিকার
কোন এক কৃষ্ণাঙ্গ রমণী, মনে কর অজ্ঞাত কারণে
সম্পূর্ণ বিবস্ত্র হয়ে হেঁটে গেল ঘরে উঠোনে
তারপর ত্রস্ত পায়ে উঠোন পেরিয়ে, দূরপথে
ছুটে যাচ্ছে ছেনালির ঢঙে।



ভাবো সেই অনাবৃত দেহ, পায়ের গোড়ালি থেকে
ছন্দ লতিয়ে ওঠে নিতম্ব, কোমর আর গ্রীবার কিনারে
সেই মেয়ে; নিঃশ্বাস নাকের কাছে, দেহে আছে তরল প্রবাহ
অনায়াসে ছুটে যাচ্ছে অজানার টানে
না-কি সে জানে, তার গন্তব্য কোথায় ?

এইবার মেয়েটির কাছে এসো, হাঁটো পাশে পাশে
কান পাতো- শুনতে পাচ্ছো তার গোঙানির গান ?

মেয়েটি কাঁদছে কেন ?

আফ্রিকার মেয়েরা কি বাঙালি নদীর ভাষা জানে ?
...

No comments:

Post a Comment