Friday, November 20, 2009

আকাশের ইশকুল / রণদীপম বসু

...

জোছনা বুনে রাতটা নাকি
ফোটায় তারার ফুল
একটি রাতের তারা গুনে
সব হয়ে যায় ভুল!
একটি রাতের ফুলতারাদের
মিটিমিটি হাসি
দেখবে নাকি গুনবে তাদের-
হয় না পাশাপাশি;
গুনতে গেলে হয়না দেখা
নামতাগুলো যতই শেখা
মন হয়ে যায় পাখি,
ঘুম-তাড়ুয়া ইচ্ছেগুলো
মা’র চোখে দেয় ফাঁকি।

সবাই যখন ঘুমের পাড়ে
খোকন তখন চুপিসারে
আকাশটাকে খুলেই দেখে- একী!
রঙের মাখামাখি !
কে যেন আজ নতুন করে
করলো আঁকাআঁকি।

নতুন রাতের নতুন আকাশ
নতুন দেখার ফুল
নামতা ভুলে খোকন খোঁজে
আকাশের ইশকুল।
...
(২৮/০২/২০০৭)

No comments:

Post a Comment