Monday, November 16, 2009

প্রথম আকাশ / রণদীপম বসু

...

প্রথম যে আকাশটা দেখেছিলে
সেটা উড়ে গেছে-
এটা তার ছায়া

নদীটার মতোই।

যেভাবে মানুষগুলো দেখছো-
এ দেখাটা ছায়া ছায়া,
মানুষকে এভাবে দেখতে নেই
তাঁর দুঃখ এবং বিষাদগুলো
ছায়া হয়ে যায়;
ওগুলো ছায়া নয়-
প্রকৃতই দুঃখ এবং বিষাদ!
...
(১১/০৬/২০০৭)

No comments:

Post a Comment