Friday, November 20, 2009

বৃষ্টি যদি দৃষ্টি পেতো / জুলফিকার শাহাদাৎ

...

বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
মেঘলা মেয়ের একলা দু’চোখ
উপুড় করে
বৃষ্টি পড়ে।
বৃষ্টি পড়ে
শব্দ করে
শব্দ কিসের?
শব্দ তো নয়
দুঃখ ব্যথা
কান্না হাসির
লিরিক ঝরে
বৃষ্টি পড়ে।

বৃষ্টি এসে-
ভাসায় নদী, ভাসায় বাড়ি
ভাসিয়ে নেয় মায়ের শাড়ি
ভাসিয়ে নেয় সুখ আহ্লাদ
খড়কুটো ও দালান প্রাসাদ
ভাসায় ফসল, ভাসায় পাহাড়
যায় ভেসে যায় মুখের আহার।

বৃষ্টি কেমন দৃষ্টিহারা
মাটির কোলে মানুষ মরে
লাশের পাহাড় থরে থরে
পাখির ডাকে পশুর ডাকে
রক্তজবা নদী আঁকে।

বৃষ্টি যদি এমন হতো-
ভাসিয়ে নিত পাপ অনাচার
মজুতদারের সবকটা ঘাড়
ভাসিয়ে নিত দুঃখ লতা
নীল কষ্টের নীরবতা।

বৃষ্টি তেমন হলে-
এই পৃথিবী থাকতো আলোয়
আলোর কোলাহলে।
...

No comments:

Post a Comment