Friday, November 20, 2009

টুপুরের প্রার্থনা / প্রণবকুমার মুখোপাধ্যায়

...

আমাদের দিন কাটে সন্ধি-সমাসে
কচিৎ সিনেমা দেখি ছ-মাসে ন-মাসে।
গল্পের বইগুলো পড়ে থাকে তাকে,
ইস্কুলে এত চাপ, পড়ি কোন্ ফাকে?
ইতিহাস-ভূগোলের বিশাল তালিকা,
অঙ্কটা দিনে-দিনে পুরো বিভীষিকা।
ঘাড় গেল কুঁজো হয়ে, পিঠে এত বই-
আমাদের দিনগুলো অকূল, অথই।

এর থেকে ঢের ভালো ছোট হয়ে থাকা,
শুধু ঘুম, শুধু গান, খেলা আর আঁকা।
অথবা হঠাৎ কোনও মন্ত্রের বলে
একেবারে মিশে যাওয়া বড়দের দলে।
দুপুরে গল্প-ঘুম, সন্ধেয় টিভি,
কেমন ভাবনাহীন মজার পৃথিবী।
ওগো ঈশ্বর, ওগো অন্তরতর,
    হয় দাও ছোট করে, নয় খুব বড়।
...

No comments:

Post a Comment