Wednesday, November 11, 2009

কোথায় চলছে পৃথিবী / অমিয় চক্রবর্তী

...

তোমারও নেই ঘর
আছে ঘরের দিকে যাওয়া।
সমস্ত সংসার
হাওয়া
উঠছে নীল ধূলোয় সবুজ অদ্ভূত;
দিনের অগ্নিদূত
আবার কালো চক্ষে বর্ষার নামে ধার।
কৈলাস মানস সরোবর
অচেনা কলকাতা শহর—
হাঁটি ধারে ধারে
ফিরি মাটিতে মিলিয়ে
গাছ বীজ হাড় স্বপ্ন আশ্চর্য জানা
এবং তোমার আঙ্কিক অমোঘ অবেদন
আবর্তন
নিয়ে
কোথায় চলছে পৃথিবী।
আমারও নেই ঘর
আছে ঘরের দিকে যাওয়া।।
...

1 comment:

  1. রণদীপম বসুকে ধন্যবাদ। প্রিয় কবিতাগুলোকে এভাবে সাজিয়ে দেয়ার জন্য। এই অসাধারণ কাজটির জন্য বাংলা কবিতার পাঠকেরা তাকে বহুদিন মনে রাখবে।
    ওমর কায়সার

    ReplyDelete