...
বড়লোক কখনও ভোরের আলো দেখতে পায় না
গরিব তেমনি "সুপ্রভাত" বলে না কাউকে |
বড়লোকের মেয়েরা গায়ে রোদ লাগাতে মরিশাস যায়
গরিবের উঠোন রোদে পুড়ে নৌকো হয়ে থাকে |
বড়লোকেরা রাত বারোটার আগে ঘুমোতে পারে না
খালি পেটে ছোটলোকেরা ঘুমিয়ে পড়ে সন্ধে সাতটায় |
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে খালি পেটের ভেতর একটা বস্তি
ভরা পেটের ভেতর একটা চোদ্দোতলা বাড়ি |
বস্তি বলছে চোদ্দোতলাকে, তুই ভেঙে পড়, তোর দরজা খুলে বস্তিতে লাগাব
চোদ্দোতলা বলছে, "তুই পুড়ে যা, তোর উপর চোদ্দোতলা তুলবো" |
...
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment