...
যন্ত্রের তার নিংড়ে শিল্পী বার করেন ঝংকার,
আমাদের মনে হয় আমাদেরই ব্যথা ওখানে বাজছে |
অবাক আমরা ভাবি,
আমাদের না জেনেও তিনি কেমন ক'রে জেনে গেলেন
আমাদের নিভৃত অনুভবকে |
ধ্বনি রূপ দেয় ব্যথাকে,
সেই ব্যথা নিবিড়,
কিন্তু তার চেয়োও নিবিড়
নীরব তারের ব্যথা---
যাকে শিল্পীর আঙুল একদিন বাজাতো
কিন্তু এখন আর বাজায় না |
ধুলো জমে | কেবল সেই ধুলোই
তার ব্যথার সাক্ষী |
...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment