Thursday, November 19, 2009

এমনি কি আর স্কুল ফাঁকি দিই / গৌরাঙ্গ ভৌমিক

...

    চাঁদ থাকে খালে বিলে , পুকুরের জলে ,
    যেই বলি , মাস্টার কান দেয় মলে।
        কানমলা খেতে কারো ভালো লাগে নাকি
            এ কারণে ইস্কুল দিতে হয় ফাঁকি !

    দেখেছি দশটা চাঁদ দশটা পুকুরে
    খেলা করে , ডুব দেয় রাত্রি দুপুরে।
        কি ভালো সাঁতারু ওরা , কি ভালো ডুবুরি
            মাছে আর চাঁদে হয় খুব লুকোচুরি।

    উরুগুয়ে কাছে , নাকি সূর্যটা কাছে ?
    এ প্রশ্নের উত্তর কারো জানা আছে ?
        আমি বলি , “আমি জানি উরুগুয়ে দূরে ,
            সূর্যটা রোজই আসে ছাদের উপরে।”

    মাস্টার হাসে আর বলে , ‘তুই বোকা’ ,
    মাথায় আলতো করে মারে তিন টোকা।
        লজ্জায় অপমানে চুপ করে থাকি
            এ কারণে ইস্কুল দিতে হয় ফাঁকি।
...

No comments:

Post a Comment