Thursday, November 19, 2009

আমি / আলী ইমাম

...

ঘাস ফড়িং-এর ডানা থেকে নিয়ে কিছু কাঁপন
গাছের সবুজ পাতার সাথে আমার যে দিন যাপন।
চিতল মাছের কানকো থেকে নদীর পরশ পাই
আতা ফলের শাঁসের ভেতর মিলিয়ে যেতে চাই।

বন-মুরগীর ডিমের খোলে দোলে হলুদ কুসুম
ইচ্ছে করে তার ভেতরে দেই যে নিবিড় ঘুম।
সাঁঝ আকাশের কান্ত পাখির উড়ন্ত যে ডানা
কোন পালকে কিসের আঘাত সে সব আমার জানা।

নতুন চরের পলি মাটির বুকের সতেজ ঘাস
দেয় বাড়িয়ে রোজ সকালে আমার বাঁচার শ্বাস।
হতাম যদি গভীর বনের বুনো পাখির বাসা,
খড়-কুটোতে জমিয়ে রেখে তৈরি হয়ে খাসা-

বুকের মাঝে দিতাম রেখে ছোট্ট ক’টি ডিম
যতোই নামুক আকাশ থেকে রোদ-বৃষ্টি হিম
শুকনো খড়ে ডিমগুলোকে দিতাম কিছু উম্
তুলতুলে যেই ছানা বেরোয়, তখন আমার ঘুম।
...

No comments:

Post a Comment