Thursday, November 19, 2009

খোকার জানালা / রণদীপম বসু

...

খোকার জানালা  সোনারোদ মাখা
মনভোলা এক কবি
রঙ ও রেখায়  মাখামাখি করে
প্রভাতের জলছবি।
সারি সারি গাছ  সবুজ আদর
কুয়াশা আঁচলে ঘেরা
ভোরের পাখিরা  কাকলি ছড়ায়
নেচে ওঠে বাতাসেরা।

খোকার জানালা  ধুলো মাখা পথ
ছুঁইবে নদীর কূল
শিশিরে জড়ানো  দূর্বা-ঘাসের
ফাঁকে ফাঁকে ভেজা ফুল।
ঘুঘু ডাকা মন  ক্লান্ত দুপুরে
ডাক দিয়ে যায় কারে
মুখর বিকেল  ডানপিঠে চোখে
ফিরে আসে বারে বারে।

খোকার জানালা  আলোর ফোয়ারা
ছায়া মাখা ভিটে ঘর
দেয়ালের গায়ে  লুকোচুরি খেলে
খোকনের অন্তর।
অন্তর তলে  আরো এক খোকা
পিটপিটে চোখে যেন
হরেক প্রশ্নের  জানালা খোলে-
‘এটা কেন ওটা কেন ?’

খোকার জানালা  মুক্ত আকাশ
রোদে জলে কথা কয়,
একটা জানালা  হাজারটা হয়ে
আকাশেই আঁকা রয়।
...
(২১/১২/২০০৬)

1 comment: