Saturday, November 14, 2009

অন্তরা / রণদীপম বসু

...

এখানে থেকেই যা সহেলী তুই
চোখের ডানায় নিঝ্ঝুম উড়ে চলা
নিজে নিজে কতোটা সইবি আর,
বুকটা তো ফাঁকাই কেবল
অনাদর হবে না তোর
এখানেই থেকে যা।

বুদবুদের মতোন ডুবে থাকা জলের অতল তলে
সপ্ত আকাশে তোর পাবিনে এমোন করে
আলো-আঁধারির খেলা-
থেকে যা এখানে তুই
শৈবাল গুল্মের লতানো ছায়ার ফাঁকে
তোকে নিয়ে সাঁতরে যাবো
জল-পাহাড়ের খাঁজে
রূপসী মাছেদের কেলিরত চোখে তোর
অধর-আবীর মেখে চলে যাবো
রূপোলী ঝিনুকের খোঁজে
মুক্তোয় ভরে দেবো তোকে।

পাখির পালকে আকাশটা গুঁজে রেখে
এখানেই চলে আয় তুই-
জলেও অরণ্য আছে
তোকে নিয়ে ছুঁয়ে যাবো আদিম পাথর
অরণ্যের ধার ঘেষে
পড়ে থাকা হেলায় ভীষণ ;
স্বপ্নে তোর মুগ্ধ ছোঁয়ায়
ওখানে ফুটবে হেসে পাথুরে জলের ফুল-
তোর বুকে গুঁজে দেবো।
চাইলে সহেলী তোকে নিয়ে যাবো অরণ্যে গভীর
শেখাবো গাছেদের ভাষা-
দুলিয়ে বল্লরী-শাখা গাছেরাও বলতে জানে
প্রিয়তম কথা।

থেকে যা সহেলী তুই,
দু-চোখে যা কিছু ধরে
আমার যা সবকিছুই তোকে দেবো-
চাইলে শরীরটাও খুলে দেবো তোকে
শুধুই তোকে।
...
(১২/১০/১৯৯৫)

No comments:

Post a Comment