Saturday, November 14, 2009

জলল ভাস্কর্য / রণদীপম বসু

...

জ্যোৎস্নার সাথে সঙ্গম শেষে
                রাতেরা ক্লান্ত হলে
আড়মোড়া ভেঙে বলে ওঠো তুমি-
'এখনো অনেক বাকী দিনের শুরু
চলো না বেরিয়ে আসি হ্রদের কিনার,
জলল ভাস্কর্য হবো।'
কিছুই বলি না আমি-
অনিচ্ছে পকেটে পুরে তোমাতেই
চলমান হই।

অরণ্য-কালোয় জলে
কে যেনো ধোয়ে দেয় চাঁদের নেংটো শরীর;
ডুবিয়ে রতিত-দেহ তুমিও নেমে গেলে
জলের স্বচ্ছতায়
যুগল জ্যোৎস্না নামে
এবং রাতের শরীর হয়ে যে দেহ জড়িয়ে ধরি
সেটা কি তোমার, নাকি...
জানা হয় না আমার।

তখনো দিনের শুরু অ-নে-ক বাকি।
...
(২৬/০১/১৯৯৬)

No comments:

Post a Comment