Friday, November 20, 2009

পাখির সঙ্গে / বিশ্বজিৎ চৌধুরী

...

গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম , কাজ ছিল না কোনো
হলদেটে এক পাখি আমায় ডাক দিল এই শোনো।
ভয়ে আমার বুকের ভেতর ধড়াস করে ওঠে
মানুষ যেমন কথা বলে , পাখির মুখেও ফুটে !
আবার আমায় চমকে দিয়ে কইলো কথা পাখি
তুমিও যেমন একলা থাকো আমিও তেমন থাকি।
অবাক হলাম হলদে পাখি সব কথা সে জানেই
মিষ্টি করে বললো আমায় তোমার বুঝি মা নেই ?

মার কথাতে আমার হঠাৎ ঝাপসা হলো দিষ্টি
বলি , তুমি কে গো এমন কইছো কথা মিষ্টি ?
বললো পাখি , আমিই জানি দুঃখ তোমার কি
তোমার মতন ছোট্ট বেলায় মা হারিয়েছি।
তোমার মতো মা নেই যাদের হারিয়ে গেছে দূরে
তাদের আমি আপন করি মিষ্টি গানের সুরে।
...

No comments:

Post a Comment