Friday, November 20, 2009

ছুটি / বীথি চট্টোপাধ্যায়

...

পড়তে বসে যাদের এখন পড়ায় নেই মন
তাদের ডেকে বললাম, আয় ছুটির গল্প শোন।
ছুটির ডাকে পড়ায় ফাঁকি ছুটির জন্য আজ
ঝগড়াঝাটির পরেও যেন ভুলতে পারি কাজ।
ছুটির ডাকে ঘুম ভেঙেছে ভোরের প্রথম রেখা
ছুটির কথা বাংলাভাষায় মুগ্ধ চিঠি লেখা;
ছুটির স্বপ্ন পড়ার বইয়ে লুকিয়ে রাখা বই
বই-এর পাতায় চোখের পাতা চোখের পাতায় বই।

হঠাৎ আমায় থামিয়ে দিল কিশোর ছেলেটি,
অবাক চোখে প্রশ্ন করে ছুটির মানে কী!
...

No comments:

Post a Comment