Friday, November 20, 2009

রোদ বালিকা / রণদীপম বসু

...

আলোর দুপুর উল্টে দিয়ে
আগুন জামা গায়
বোশেখ এলেই রোদ বালিকার দুষ্টু নাচন
তপ্ত নূপুর পায়।

ও বালিকা দুষ্টু কেন,
এই আমাকে তুমি চেন ?
মেঘ ভাইয়ারা আরো ভালো
             তোমার মতো নয়
তবুও ভালোবাসি তোমায়-
             আর কে এমন হয়!

আমি যখন চুপটি করে
খেলতে চলি ভরদুপুরে
তুমিও না হয় অমনি আমার
             খেলার সঙ্গী হয়ো
শুধু, ওই জামাটা পাল্টে তোমার
             অন্য জামা নিও।

তখন মা আর বকবে না
যেতে বারণ করবে না
কত্তো খেলা শিখিয়ে দেবো
            খেলবে গিয়ে ঘরে,
মেঘ ভাইয়াকেও সঙ্গে এনো
            খেলার সাথি করে।
...
(২১/০৩/২০০৭)

No comments:

Post a Comment