Friday, November 20, 2009

ছবির খাতা / ফারুক হোসেন

...

ঋতু যেন একটি ছবির খাতা
এই খাতাতে ছয়টি আছে পাতা।

এক-এর পাতায় শুকনো নদী আঁকা
মাঠ-ঘাট সব শূন্য করে খাঁ খাঁ।
গাছগাছালি নিঝুম নিরিবিলি
উদোম গায়ে দাঁড়িয়ে মিলিঝিলি।

দু’-এর পাতায় আকাশ আঁকা মেঘে
ভরা নদী বইছে স্রোতের বেগে।
পথে-ঘাটে থিকি থিকি কাদা
নদীরঘাটে নৌকো ক’খান বাঁধা।

তিন-এর পাতায় কাশ শিউলি ফোটা
পড়ছে ঝরে নরোম তাদের বোঁটা।
প্রজাপতি মৌমাছি যায় উড়ে
নদীর দু’কুল শুকনো দেখায় দূরে।

চার-এর পাতায় আঁকা সোনার ধান
তুলতে সে ধান মন করে আনচান।
ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি-
আসছে হেঁটে কিষাণ সারি সারি।

পাঁচ-এর পাতায় গাছগাছালি আঁকা
পাতা ঝরে ডালপালা সব ফাঁকা।
ভোরের হাওয়ায় ঠোঁট দু’টো থির কাঁপে
দাঁড়িয়ে খোকন ওম নেবে রোদ-তাপে।

ছ’-এর পাতা নানান ফুলে বোনা
বনে নতুন পাখির আনাগোনা
লাটাই হাতে কয়টি ছেলে মাঠে,
বাতাস বনের মাথায় বিলি কাটে।

ছবির খাতা যেই না দেখা শেষ
ভাসলো চোখে আমার বাংলাদেশ।
...

No comments:

Post a Comment