Friday, November 20, 2009

মন ভালো নেই / ফারুক নওয়াজ

...

যখন পাখি বেঢপ সুরে ডাকিস
পাখিরে তোর মন ভালো নেই বুঝি
বৃ যখন ঝিম মেরে তুই থাকিস
বুঝতে পারি মন ভালো নেই তোরও।

মন ভালো নেই পুষ্পরে তোর জানি
বিলাস না তুই গন্ধ আগের মতো
মন ভালো নেই, মন ভালো নেই মেঘের
মন ভালো নেই আকাশ পাড়ের চাঁদের
শুকতারাটি যখন নীরব, বধির
তখন বুঝি মন ভালো নেই তারও।

মন ভালো নেই শুকিয়ে যাওয়া নদীর
কাটা বুকের কষ্টে কাঁদে পাহাড়
মন ভালো নেই পথের, অলি-গলির
মন ভালো নেই পোকায় খাওয়া ধানের
ঝর্নাধারার ছন্দহারা গতি
মন ভালো নেই ছইঅলা নাও, ঘাটের
উড়োখুড়ো মনটা দখিন হাওয়ার
মন ভালো নেই ইস্টিশানের ট্রেনের।

কঁকিয়ে ওঠে বাজার করার থলে
মন ভালো নেই হাটখোলা, বটমূলের
যখন দেশের মন থাকে না ভালো
মন ভালো কি থাকতে পারে কারো ?
...

No comments:

Post a Comment