Friday, November 20, 2009

স্বপ্ন রাখাল / রণদীপম বসু

...

টুপ করে যেই ঘুম কেটে যায়
ভেসে কি ওঠে ছেলেবেলা ?
আমি তো নই, সেই খোকাটি
দাবড়ে বেড়ায় সারাবেলা
নদীর বুকে।

বউ টুনটুন পাখির ছানার
কান্না কি আর বাজে বুকে
মনটা যে তার মগডালেতে
ভাঙছে বাদাড় মনের সুখে
গন্ধ শুঁকে।

স্বপ্ন-রাখাল যায় উড়িয়ে সন্ধ্যারাঙা ধুলোর ঢেউ
আকাশ গাঙের খেয়ায় চড়ে রঙ ছড়িয়ে যায় যে কেউ
বাড়ির পাশের জামির গাছে কাচের চুঁড়ি বাঁধলো কে
দূর অজানায় বাজলে বাঁশি মন উড়ে যায় কোন লোকে।

স্বপ্নলোকের কল্পপুরে
ডুব দিয়ে ফের ভাসলো কে
রঙ মুখে!
আমি তো নই, সেই খোকাটি
মায়ের কোলে ঘুমায় য।
...
(০৫/১০/২০০৬)

No comments:

Post a Comment