Friday, November 20, 2009

রূপকথা / মোহাম্মদ মনিরুজ্জামান

...

এক যে ছিল রাজকুমারী অচেনা এক দেশে
শুনবে যদি গল্পটি তার বসো কাছে এসে।

সাত-সাগরের পরপারে ধু-ধু বিজন চরে
রাজকুমারী বন্দী এখন দৈত্যপুরীর ঘরে।
রাজার মেয়ে সাগরপারে ঝিনুকে মুখ দ্যাখে
চুল জড়িয়ে ঝিনুক আবার ভাসায় একে একে
হায়রে ফুলের বাহার কোথায় এলো কাজল কেশে।

হাজার হাজার রাজার ছেলে ঝিনুক পেয়ে তীরে
ছুটে এলো দানোর দেশে আর গেল না ফিরে।
এমন সময় আর এক কুমার ঝিনুক পেল হাতে,
রাজকুমারীর বিপদ কথা জানলো সাথে সাথে-
পাল তুলে তার জাহাজ নিয়ে চললো সেথায় ভেসে।

কন্যা বলে, পালাও কুমার দৈত্য এলো বলে
কুমার বলে, দৈত্য দেখি বাঁচে কিসের ছলে;
ডুব দিয়ে সে পাতাল খুঁজে ভোমরা মারে যে-ই,
আকাশ ভেঙে দৈত্য এলো, মরলো পলকেই-
রাজকুমারীর মুখে হাসি ফুটলো আবার শেষে।
...

No comments:

Post a Comment