Friday, November 20, 2009

শাসন / মুরারিমোহন সেন

...

    মা রেগে কন্ , “মিনুরে আজ শাসন করা চাই,
                দুষ্টু অমন কোথাও আর নাই !
    লেখাপড়া কাজের বালাই কিছু তো নেই তার,
                ওকে নিয়ে থাকাই হোল ভার।
                সইব না আর আমি,
    তোমার আদর পেয়েই যে ওর বেড়েছে নষ্টামি।
                আদুরে অই লক্ষীছাড়াটির
     গুণের চোটে পাড়ার লোকে হয়েছে অস্থির !
    দিনে দিনেই হচ্ছে কেমনতরো,
                আজকে তুমি শাসন তারে করো !”
    বাপ শুনে কন্ হেসে-
    “জানি আমি জানি দুষ্ট যে সে !
                আচ্ছা তুমি চুপটি কোরে থাকো
                    ভাবনা কোরো নাকো !”
    এই বলে বাপ ডাকেন জোরে, “কোথায় মিনু মাগো
                একটু আমার সামনে এসো নাগো,”-
                তখন মিনুরাণী,
    খেলছে বসে সবার সাথে রান্নাঘরে পুতুল-টুতুল আনি’।
                বাবার গলা শুনলো যখন, দৌড়ে ছুটে এসে
                দাঁড়ালো তাঁর কোলের কাছে ঘেঁসে।
    বাপের কাছে মেয়ে
    দাঁড়িয়ে থাকে সকৌতুকে মুখের পানে চেয়ে।
    বাপ মেয়েকে আদর কোরে জড়িয়ে ধ’রে বুকে
                চুমু খেলেন মুখে,-
                তার পরেতে হেসে বলেন “শোনো
    -মিনু মাগো, দুষ্টুমি আর কোরোনা কক্ষনো।”-
                মিষ্টি হেসে ঘাড় নুইয়ে তার
    ব’ল্লে মেয়ে- “আচ্ছা আমি কোরবো নাকো আর !”
                এই কথাটি বোলে
    মিনু আবার লাফিয়ে গেল চ’লে-
                যেখানে তার খেলার সাথি সব
                    ক’রছে কলরব।
    অবাক হোয়ে দেখেন মাতা শাসন করার ধাত্-
                হতাশ হোয়ে কপালে দেন হাত !
...

No comments:

Post a Comment