...
কাল রাতে
স্বপ্নের সাঁকো পেরিয়ে
অনেক দুরের সেই সবুজ দেশে
আমি তখন অলস পায়ে হাঁটছিলাম।
ঠিক সেই কুল গাছটির তলাতেই দেখা হয়ে গেল।
কি আশ্চর্য!
গাছটা তেমনি দাঁড়িয়ে আছে,
অকাল বর্ষণ স্নাতা
ভিজে মাটি আর সোনালী রোদে
ঝিল্ মিল্ সবুজ পাতার হাতছানিতে
স্বাগত জানালো।
কি আশ্চর্য!
তুমি তিরিশ বছরের ওপারে
(এখনো হাসিতে গালে টোল খায়)
চোখে কৌতুক হেনে
বড়ো বড়ো সবুজ ঘাসের মধ্যে
হাঁটু ডুবিয়ে দাঁড়িয়ে আছ
আমার অপেক্ষায়।
দুটি অকালের কুল ঝরে পড়লো।
কাড়াকাড়ি করে দুজনাতে কুড়িয়ে খেলাম।
তেমনি স্বাদের আশ্চর্য টক-মিষ্টি।
তুমি হাসলে মুক্তো ঝরা হাসি,
গোলাপী গাল রাঙা হয়ে উঠল।
স্বপ্নের সাঁকো পেরিয়ে
অনে দূরের পথে হাঁটতে হাঁটতে,
কাল কেমন আচমকা তোমার সঙ্গে দেখা হয়ে গেল।
...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment