Saturday, November 14, 2009

কাছে এসো / নীলরতন সেন

...

টলটলে উদ্ধত মেঘ
পুব-দখিনে সাগরে-আকাশে মেশামেশি।
নিশ্চয়ই বর্ষার ঢল নেমেছে.--
গাঢ় নীল শান্ত সমুদ্র
দেখ কেমন চিড়বিড়িয়ে উঠছে।
হাওয়ার ঝাপটায় বৃষ্টির আমেজ।
না, --আর বাইরে থেকোনা।
শার্শির কাঁচটা নামিয়ে দাও,
ঘরে এসো।
ছোট্ট কেবিনে বেশ হাত-পা গুটিয়ে
ঘন হয়ে বোসো।

"মাগো, কি ছোট্ট ঘর দেখেছ ?
একটু হাত-পা ছড়ানোরও জায়গা নেই।"

নেইতো বেশ হয়েছে।
শার্শিতে বৃষ্টির চাবুক,
খোলা ডেক্-এ হাওয়ার উদ্দাম দাপাদাপি।
দেখ মুহুর্তে সব শান্ত হয়ে গেল !
দেখ দিগন্ত ছোঁয়া সমুদ্র
চারদিক থেকে কেমন নিজেকে ণ্ডটিয়ে আনল।
আলতো সোহাগের আলিঙ্গনে
তোমাদের খেলনা তরী
এখন খুশিতে কি ডগমগ !
সারাদিনের অস্থির দোলানি এবার শান্ত।

স্নিগ্ধ বাদলের স্পর্শ গায়ে মেখে
মন্থর আবেশে
গরবিনী কেমন জল কেটে
এগিয়ে চলেছে।

কাছে এসে বোসো।
সমুদ্রটা এত বড়ো কেন ?
কিছুতেই তোমাকে কাছে পাইনি এতক্ষণ।
বৃষ্টির আদরে এবার দূরত্ব ঘুচলো
মেঘে সাগরে মাখামাখি !
খেলনা তরী সোহাগে গরবিনী !
ঠান্ডা লেগে যেতে পারে।
শুনছ,
কাছে এসো।
আরও কাছে এসে বোসো।
...

No comments:

Post a Comment