Saturday, November 14, 2009

দেওয়ালের লেখা / বীরেন্দ্র চট্টোপাধ্যায়

...

দেওয়ালের লেখাগুলিকে
কারা যেন মুছে দিতে চাইছে |
কারা যেন
বত্রিশ সিংহাসনের প্রচণ্ড স্পর্ধায় চক্ষু লাল ক'রে
নির্দেশ দিচ্ছে : "এবার থামো ;
এখন থেকে বিপ্লব আমাদের হুকুম মেনে চলবে" |

একবার সিংহাসনে উঠে বসতে পারলে
তখন দেওয়ালের লেখাগুলি অশ্লীল প্রলাপের মতো মনে হয় |
তখন অপরের পোস্টার ছেঁড়াই শ্রেণী-সংগ্রামের কাজ ;
অথবা ডজন খানেক মন্ত্রী জড়ো ক'রে রাস্তায় বক্তৃতা দেওয়া :
"সাবধান! যারা দেয়ালকে কলঙ্কিত করছ! তোমাদের পেছনে
. এবার গুণ্ডা লেলিয়ে দেব |"

তারা বত্রিশ সিংহাসনের আশ্চর্য মহিমায়
এখন থেকে বাংলা দেশের তামাম দেওয়ালগুলোকে
নতুন ক'রে চুনকাম ক'রে দেবে, যেন কোথাও কোনো
. গুলি খাওয়া মানুষের রক্ত
ছিটেফোঁটাও দাগ না রাখে |
...
 ২২ মার্চ ১৯৬৯

No comments:

Post a Comment